ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে

গত কয়েক মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে।

চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রাজস্ব আয় বেড়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা। যা শতাংশের হিসেবে ৫২ শতাংশ।

ডিএসই সূত্র জানা গেছে, সেপ্টেম্বর মাসে ডিএসই থেকে সরকারের আয় হয়েছে ২১ কোটি ৫১ লাখ টাকা। এর আগের মাস আগস্টে ছিল ১৪ কোটি ১৯ লাখ টাকা।

সেই হিসেবে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা। যা শতাংশের হিসেবে ৫২ শতাংশ বেড়েছে। ব্রোকারেজ হাউজ এবং উদ্যোক্তাদের শেয়ার বিক্রি থেকে সরকারের এই রাজস্ব আয় হয়েছে।

দুই প্রকার রাজস্ব আয়ের মধ্যে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে লেনদেনের ওপর সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে ১৪ কোটি ৮১ লাখ টাকা। আর উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আদায় হয়েছে ৬কোটি ৭০লাখটাকা।

এর আগে আগস্টে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১১ কোটি ৪৯ লাখ টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ২ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায় হয়।

জাকির/ আজকের বাজার