ডিজিটাল আর্থিক সেবা প্রসারের জন্য রবি ও নগদের মধ্যে চুক্তি

মোবাইল টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবা প্রসারের জন্য সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেড ও বাংলাদেশ ডাক বিভাগের সেবা ‘নগদ’-এর মধ্যে চুক্তি সই হয়েছে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ এবং নগদের পক্ষে থার্ড ওয়েভ টেকনলজিস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের প্রথম ও সর্বজনীন ডিজিটাল আর্থিক সেবা প্ল্যাটফর্ম হিসেবে নগদ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রথাগত ব্যাংকিং খাতের আওতার বাইরে থাকা জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে সব স্তরের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি সই অনুষ্ঠানে রবির প্রধান ডিজিটাল সেবা কর্মকর্তা শিহাব আহমাদ, ভাইস প্রেসিডেন্ট ও প্রধান (মোবাইল মানি সেবা) দেওয়ান নাজমুল হাসান, থার্ড ওয়েভ টেকনলজিসের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সাদাত আদনান আহমাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাজার/এমএইচ