ডিজিটাল সেবা প্রদানে পাঠাও-এর সাথে রবির চুক্তি

পাঠাও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এর গ্রাহকদের ডিজিটাল রিচার্জের সুবিধা দিতে একটি কৌশলগত চুক্তি সই করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি এবং দ্রুত প্রসারশীল ডিজিটাল কোম্পানি পাঠাও।

এ উপলক্ষ্যে রাজধানীর রবি কর্পোরেট অফিসে কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব এবং পাঠাও’র কো-ফাউন্ডার অ্যান্ড সিইও হুসেইন মোহাম্মদ ইলিয়াস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

চুক্তির আওতায় পাঠাও’র মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে পাঠাও গ্রাহক ও রাইডাররা রবি ও এয়ারটেল’র ইলেকট্রনিক টপ-আপ সেবা উপভোগ করতে পারবেন। নতুন এই ডিজিটাল রিচার্জ সেবা আরো বেশি গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করবে বলে প্রত্যাশা কোম্পানি দুটির।

এ সময় রবির সেলস অপারেশন-এর ভাইস প্রেসিডেন্ট এ.এস.এম এনায়েতুর রহিম, জেনারেল ম্যানেজার বিল্পব ব্যানার্জি, ম্যানেজার রোনাল্ড রনি বৈদ্য ও অরুণাক্ষী দাস, লিগ্যাল অ্যাফেয়ার্স’র কনট্রাক্ট ম্যানেজমেন্ট-এর ম্যানেজার আখতারুন্নেছা খানম এবং পাঠাও লিমিটেড-এর চিফ টেকনোলজি অফিসার শিফাত আদনান, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মো: নাজমুল হক, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো: আরমান কামাল, এক্সিকিউটিভ, মার্কেটিং, ওসমান সালেহ, এক্সিকিউটিভ, পে অপারেশনস, মায়ামুর সুলতানা নওরীন উপস্থিত ছিলেন।