ডিবিআইতে পাবলিক প্রকিউরমেন্ট অ্যান্ড ই-জিপি টেন্ডার প্রসিডিউর কর্মশালা

ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউটের (ডিবিআই) উদ্যোগে ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যান্ড ই-জিপি টেন্ডার প্রসিডিউর’ দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

মোহাম্মাদ মিজানুর রহমান, সহকারী রেজিস্ট্রার (প্রকিউরমেন্ট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশিক্ষণার্থীরা জানান, কর্মশালাটির মাধ্যমে তারা ‘পাবলিক প্রকিউরমেন্ট ও ই-জিপি টেন্ডার’ সংক্রান্ত বিষয়ে অনেক কিছু জানতে পেরেছেন যা তাদের কর্মক্ষেত্রে ও ব্যবসায়িক সাফল্য আনয়নে সহায়তা করবে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকলে সরবরাহকারী বা ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।

আজ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসিসিআই সহসভাপতি মোহাম্মদ বাশীরউদ্দিন।

তিনি বলেন, ই-জিপি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারী দরপত্রে অংশগ্রহণকারী সকল টেন্ডারার, সরবরাহকারী, কন্ট্রাক্টর ও কনসালটেন্টকে ই-জিপি সম্পর্কে জ্ঞান আহরণ অত্যাবশ্যক। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ