ডিবিএ’তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ১৫জন পরিচালক

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (ডিবিএ) এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫জন পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন। নির্ধারিত ১৫ পরিচালক পদের বিপরীতে ১৫জন সদস্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ডিবিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৫ জন পরিচালক নির্বাচনের জন্য গত ২৯ আগস্ট ডিবিএ’র ৪৮তম বোর্ড সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন ১৬ সেপ্টেম্বর নির্বাচনের সিডিউল ঘোষণা করেন। নির্বাচনী সিডিউল অনুযায়ী ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করেন। এ সময়ে ১৫ পদের বিপরীতে মাত্র ১৫ জনই মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। তাই তাদের আর নির্বাচনে কারো সাথে প্রতিদ্বন্বিতার দরকার হচ্ছে না।

এ ব্যাপারে পরিচালক পদে মনোনয়ন পত্র জমা দেয়া আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি আজকের বাজারকে বলেন, জমা দেয়া মনোনয়ন পত্রের ভিত্তিতে বলা যায়, যেহেতু পদের বিপরীতে কোনো প্রার্থী নেই, সেদিক দিয়ে বিবেচনা করলে আমরা নির্বাচিত হয়েছি। তবে, নির্বাচন কমিশনের যাচাই বাছাই শেষে চুড়ান্তভাবে বলা যাবে আগামী ১৪ অক্টোবরের পর।

একই রকম বক্তব্য তুলে ধরেছেন শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো: সাজেদুল ইসলাম। জানতে চাইলে তিনি আজকের বাজারকে বলেন, ‘নির্বাচন কমিশনের চুড়ান্ত বাছাইয়ের পরই বলা যাবে আমরা পরিচালক পদে নির্বাচিত হয়েছি’।

যারা পরিচালক হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন এবং নির্বাচিত হতে যাচ্ছেন,তারা হলেন-ডেল্টা ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ রহমান, আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুদ্দিন, রেমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মফিজুদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কলসালটেন্টসের ব্যবস্থাপনা পরিচালক দিল আফরোজ কামাল, এরিস সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, এক্সপো ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, এমিনেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক উমর হায়দার খান, রাসটি সিকিউরিটিজ কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেদোয়ানুল ইসলাম, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, আদিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, ইউনিক্যাপ সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালি উল ইসলাম, এমডি শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আনোয়ার হোসেন, গ্লোবাল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শাকিল রিজভী এবং শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো: সাজেদুল ইসলাম।

নির্বাচনে এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং মাইকা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এ মনিরুজ্জামান ও মুর্শেদ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আজিজুর রহমানকে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।