ডিভিডেন্ড ঘোষণা করেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ৮ শতাংশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের জন্য এ ডিভিডেন্ডের ঘোষণা আসে। ঘোষিত ৮ শতাংশ ডিভিডেন্ডের পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড। রেকর্ড ডেট রয়েছে আগামী ৯ জুন।

এসময় ফান্ডটির ইউনিট প্রতি আয় বা ইপিইউ হয়েছে ৮৩ পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ৯৫ পয়সা। এনএভিপিইউ হয়েছে ১০ টাকা ৯৮ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ১২ টাকা ৩৫ পয়সা। এনওএফসিপিইউ দাড়িয়েছে ১১ পয়সা,যা আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা।

উল্লেখ্য, কর্পোরেট ঘোষণার জন্য আগামীকাল ১৩ মে ফান্ডটির শেয়ার লেনদেনে কোন প্রাইস লিমিট থাকবে না।

আজকের বাজার/মিথিলা