ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রগতি ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসে। ঘোষিত ২০ শতাংশ ডিভিডেন্ডের মধ্যে ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড। প্রতিষ্ঠানটির এজিএম রয়েছে আগামী ২৬ জুন। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট রয়েছে আগামী ১৬ মে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বা ইপিএস এসেছে ৩ টাকা ২ পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৬৬ পয়সা। এনএভিপিএস হয়েছে ৫৩ টাকা ৫ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ৫৪ টাকা ৫৪ পয়সা। আর এনওসিএফপিএস হয়েছে ৬১ পয়সা আগের বছর একই সময়ে যা ছিল ৫৪ পয়সা।

উল্লেখ্য, কর্পোরেট ঘোষণার জন্য আজ প্রতিষ্ঠানটির শেয়ারে কোন প্রাইস লিমিট থাকছে না।

আজকের বাজার/মিথিলা