ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় ১৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ঢাকা শহরে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

সরকারিভাবে সকালে এ সংখ্যা ছিল ১৪ জন। তবে বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোলরুম ১৮ জনের মৃত্যুর কথা জানায়। তবে বেসরকারি তথ্যমতে এ সংখ্যা আরও বেশি।

বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকা, ডেঙ্গু প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ বছর পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রতিদিন শত শত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সরকার বলছে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে শিশুসহ ৬ হাজার ৮৫৮ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজকের বাজার/এমএইচ