ডেঙ্গু: আগামীকাল থেকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত

ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।

নগরবাসীক ডেঙ্গু থেকে সুরক্ষা দেয়ার লক্ষ্যে ডিএনসিসির বিভিন্ন এলাকায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা তাদের নিজ-নিজ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বের ঘোষণা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি, ভবন, প্রতিষ্ঠানের বিশেষ করে নির্মাণাধীন ভবনের ভেতরে-বাইরে, আশেপাশে কোথাও এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সবাইকে জানানো হয়েছে। এছাড়া ডিএনসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে গত তিনদিন ধরে এ বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে সর্বসাধারণকে অবগত করা হয়েছে।