ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হতে মেয়র সাঈদের আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এটা নিয়ে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।’
তিনি আজ রাজধানীর হেয়ার রোডে মশক নিধনে পক্ষকালব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধনকালে এ কথা বলেন।
এ সময় ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, অঞ্চল ১ এর সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘আজ থেকে ১১ জুলাই পর্যন্ত ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে আমাদের মশক নিধনকর্মীরা একযোগে কাজ করবেন। তবে এ ব্যাপারে নগরবাসীর সতর্কতা ও সচেতনতাও জরুরি।’
এছাড়া ১৫ জুলাই ডিএসসিসি বিশেষ স্বাস্থ্য সেবা হটলাইন চালু করবে। এর মাধ্যমে নগরের কেউ অসুস্থ হলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারবেন।
অসুস্থ নাগরিকগণ কর্পোরেশনের মহানগর জেনারেল হাসপাতাল, চক বাজারস্হ শিশু হাসপাতাল, মাতৃসদন কেন্দ্রে থেকেও এ সেবা নিতে পারবেন।