ডোপ টেস্ট দিলেন বুমরাহ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে সাউদাম্পটনে প্রস্তুতি নিচ্ছে ভারত। এরই মধ্যে দলের পেসার জাসপ্রিত বুমরাহ হঠাৎ ডাক পেলেন ডোপ টেস্টের জন্য। অগত্যা তার ডোপ টেস্ট করেছেন ডোপ নিয়ন্ত্রণ কর্তারা।

দুই দফায় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে ভারতের ২৫ বছর বয়সী পেসারকে। প্রথমে তার মূত্র নমুনা সংগ্রহ করা হয়; ৪৫ মিনিট পর সংগ্রহ করা হয় রক্তের নমুনা।

প্রসঙ্গত, ডোপ টেস্ট মূলত করা হয় কোনো খেলোয়াড় পারফরম্যান্স ভালো করার জন্য অবৈধ কোনো ঔষধ গ্রহণ করছেন কি-না তা নিরীক্ষার জন্য।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৫ জুন মাঠে নামবে ভারত। প্রথম ম্যাচেই বিরাট কোহলিদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। যদিও স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরে প্রোটিয়ারা রয়েছে ব্যাকফুটে। তাই বুমরাহদের বিপক্ষে জয় তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা।