ড্রোন দিয়ে মশা নিধন করছে কলকাতা পৌরসভা

ড্রোনের মাধ্যমে মশা নিধন করছে কলকাতা পৌরসভা। ড্রোনের নাম বিনাশ মাল্টিটাস্কিং এই ড্রোন কাজ করবে মশা নিধনে যে সকল জায়গায় পৌরসভার স্বাস্থ্যকর্মীরা পৌঁছতে পারেন না, সেই সৈকল জায়গায় অনায়াসে পৌঁছে যাবে এই ড্রোন।

সাধারণ ড্রোন থেকে আকারে বেশ কিছুটা বড় এই ড্রোন বিভিন্ন রকমের কাজ একসঙ্গে করতে পারে। ড্রোনের মধ্যে রয়েছে ১৬ লিটার মশা নিধনকারী তেলের ট্যাঙ্কার। রয়েছে মাল্টিটাস্কিং ক্যামেরা।

নমুনা সংগ্রহের পাশাপাশি বিশ্লেষণ করার ক্ষমতাও আছে এই ড্রোনের। পানির নমুনা সংগ্রহ করে আনতে পারবে। দিনে রাতে কাজ করবে এই ড্রোন। ড্রোনে রয়েছে স্প্রিংকলার, যেখান থেকে তেল ছড়াবে।

কলকাতা পৌরসভার, দাবি গোটা ভারতবর্ষের মধ্যে এই প্রথমবার কোনও পৌরসভা ড্রোনের মাধ্যমে মশা নিধনের কাজ করবে। ২০০ মিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারবে এই ড্রোন।

কোন বন্ধ বহুতল বা নির্মীয়মাণ উঁচু বাড়ির ছাদ, যেখানে পুরো কর্মীরা সহজে পৌঁছতে পারেন না, সেখানে এই ড্রোনের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

আজকের বাজার/লুৎফর রহমান