ঢাকার ইউসিসিসহ ৬ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল

ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে। কোচিং সেন্টারগুলো হচ্ছে – ইউসিসি কোচিং সেন্টার- ফার্মগেট, ইউনিএইড কোচিং সেন্টার- ফার্মগেট, আইকন কোচিং সেন্টার- ফার্মগেট, আইকন প্লাস কোচিং সেন্টার- ফার্মগেট, ওমেগা কোচিং সেন্টার – ফার্মগেট, এবং প্যারাগন কোচিং সেন্টার- ফার্মগেট ঢাকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে এই কোচিং সেন্টারগুলোকে ইতোপূর্বে সতর্ক করা হয়েছিল। তাছাড়া বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এরপরও সংশোধিত না হওয়ায় দি সিটি কর্পোরেশন (ট্যাক্সেশন) রুলস ১৯৮৬ অনুযায়ী এই কোচিং সেন্টারগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়।

আজকের বাজার : এসএস/এলকে ২৬ ডিসেম্বর ২০১৭