ঢাকার দুই সিটি করপোরেশনের ৩৫ জন কাউন্সিলর আত্মগোপনে

দুর্নীতিবিরোধী অভিযান শুরুর পর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের ৩৫ জন কাউন্সিলর কোথায় আছেন, কি করছেন, কেউ জানেন না। এমনকি সিটি মেয়ররাও অবহিত নন। তাই পর পর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। ৭ কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

২০০৯ সালের সিটি করপোরেশন আইনে বলা হয়েছে, যুক্তিসঙ্গত কারণ ছাড়া সিটি করপোরেশনের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকলে মেয়র ও কাউন্সিলরকে অপসারণ করা যাবে। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় দু’জন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। করপোরেশন সূত্রগুলো বলছে, কাউন্সিলররা হয় দেশের বাইরে, না হয় আত্মগোপনে রয়েছেন গ্রেপ্তার এড়াতে। দুই সিটিতে কাউন্সিলর রয়েছেন ১২৯ জন। এর মধ্যে দক্ষিণে ৭৫ জন। উত্তরে ৫৪ জন। সংরক্ষিত উত্তরে ১৮ এবং দক্ষিণে ১৯ জন। বিপুলসংখ্যক কাউন্সিলর লাপাত্তা থাকায় সিটি করপোরেশনের কাজে-কর্মে স্থবিরতা দেখা দিয়েছে।খবর ভিওএ

আজকের বাজার/লুৎফর রহমান