ঢাকায় বিজিবি-এমপিএফ সিনিয়র কর্মকর্তা পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)এবং মায়ানমার পুলিশ ফোর্স(এমপিএফ)এর সিনিয়র কর্মকর্তা পর্যায়ে ৫ দিনব্যাপী ৭ম সীমান্ত সম্মেলন আজ সকালে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। আগামী ৮ জানুয়ারি যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে হবে।

সম্মেলনে মায়ানমারের চীফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ৮ সদস্যের মায়ানমার প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছে। অপরদিকে, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র উর্ধতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

সম্মেলনে মাদকদ্রব্য অথবা নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচার প্রতিরোধ, সীমান্তে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, মায়ানমার নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ রোধ, সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর ফায়ারিং প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বা অসতর্কতাবশত: আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমকারীদের উভয় দেশের স্ব স্ব সীমান্তরক্ষী বাহিনীর নিকট ফেরত প্রদান, সীমান্ত এলাকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তথ্য বিনিময়, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে যৌথ টহল পরিচালনা এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বাংলাদেশের সীমান্ত সড়ক নির্মাণকালে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা হবে। সম্মেলন শেষে আগামী ৯ জানুয়ারি মায়ানমার প্রতিনিধিদল দেশে ফিরবে বলে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান