ঢাবিতে দুই বাংলার সাংস্কৃতিক উৎসব

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী (২৮ ও ২৯ মার্চ) সাংস্কৃতিকউৎসব। ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে এ অনুষ্ঠান হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকগতকাল মঙ্গলবার এ অনুষ্ঠানউদ্বোধন করেন।অনুষ্ঠানেবক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয়ের শিক্ষক ও ঢাবির শিক্ষকবৃন্দ।

ঢাবি উপাচার্য বলেন, ‘দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংস্কৃতি বিনিময় অব্যাহত থাকবে। বাংলা সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়কে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে এই অনুষ্ঠান আয়োজন করেছি।’

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান লীনা তাপসী খান এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কণ্ঠসঙ্গীত বিভাগের প্রধান কঙ্কনা মিত্র।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশী শিক্ষার্থীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে।