ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ : পাস ১৬.৫৬ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলফল প্রকাশিত হয়েছে। এবার ঢাবির ‘খ’ ইউনিটে ১৬.৫৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

২৫ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে ফলাফল ঘোষণা করেন।

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, অনলাইন ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. হাসিবুর রশিদ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৬৩ আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৩২ হাজার ৭৫৩ আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ৩১ হাজার ৩৩৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।

এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট পাঁচ হাজার ১৮৮ জন। ১৮৪.৭০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের আনিক ইসলাম।

ডেমরা আইডিয়াল কলেজের তাসনিম ১৭৪.৮০ নম্বর পেয়ে দ্বিতীয় এবং রাজশাহী কলেজের নাতিক মাহমুদ ১৭২.১০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।

গত ২২ সেপ্টেম্বর ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে এক ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজকের বাজার : এমএম / ২৫ সেপ্টেম্বর ২০১৭