ঢাবি’র বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশে ৫ দিনের আল্টিমেটাম

ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি)থেকে বহিষ্কৃত হওয়া ৬৩ জনের নাম প্রকাশের জন্য কর্তৃপক্ষকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে প্রায় ১৫ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করে একটি লিখিত আবেদনের মাধ্যমে এ সময় বেঁধে দেন।

তানভীর ইউএনবিকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জালিয়াতির সাথে জড়িত বহিস্কৃতদের নাম জানা আমাদের অধিকার। সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে শিক্ষার্থীরা তাদের নাম জানতে চায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নাম গোপন করতে চায়।’ ‘তাদের নাম প্রকাশ করতে আমরা পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছি। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যাব,’যোগ করেন তিনি। প্রসঙ্গত, ২৮ জানুয়ারি ২০১২-১৩ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ৬৩ শিক্ষার্থীকে বহিষ্কার করে ঢাবি কর্তৃপক্ষ। সূত্র:ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান