ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য মো. আখতারুজ্জামান এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেন।

ঢাবি সূত্র জানায়, আগামী ২৫ অক্টোবর আবেদন করার শেষ তারিখ। সোনালী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যতীত ভর্তি আবেদন ফি বাবদ ৪০০ টাকা যেকোনো শাখায় দেয়া যাবে। এ ছাড়া ভর্তি আবেদন ফি বিকাশের মাধ্যমেও জমা দেয়া যাবে।

এ বছর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১০ নভেম্বর, বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এই সাত কলেজে বিজ্ঞান অনুষদের অধীনে সিট সংখ্যা ৬ হাজার ৫০০টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১১ হাজার ৬৩০টি এবং বাণিজ্য অনুষদে ৫ হাজার ২১০টি আসন রয়েছে।

আজকের বাজার/এমএইচ