ঢা‌বি‌তে ঈদ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

বাঙালীর ঈদ প্রা‌ণের উৎস‌বে সকল জেলার মানুষ‌দের এক কাতা‌রে আহবা‌নে”ঈদ আনন্দ শোভাযাত্রা প্র‌তি বছ‌রে মত এবার‌ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে শোভাযাত্রা, সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ও দেশবাসীর মিলন ‌মেলা অনুষ্ঠিত হয়েছে।

“শান্তির শপথে, উৎসব আনন্দে‌ যোগ‌দি‌য়ে বি‌ভিন্ন জেলার মানুষ তার নিজ নিজ জেলার ‌ফেস্টুন হা‌তে নি‌য়ে দেশবাসী‌কে ঈদ শু‌ভেচ্ছা জান‌তে পে‌রে নি‌জে কে গ‌র্বিত বোধ ম‌নে ক‌রেন।

‌বৈশাখ উৎস‌বের মত তারা ঈদ আনন্দ শোভাযাত্রা‌কে আর বড় প‌রিস‌রে দেখ‌তে জান। দেশের ৬৪ জেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমন্বয়ে উৎসবের আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস। উদ্বোধন করেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, হাজী আবুল হাসনাত, প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্হিত ছি‌লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. মোঃ আক্তার‌জ্জরুজ্জান। স্বগত বক্তব্য রা‌খেন ,উৎসব আহবায়ক, মোহম্মাদ মুসা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর শিল্পী মৃণাল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন বিডিক্লিক এর সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ, ব্রেনএন্ড লাইফ হসপিতাল, স্বত্ব‌াধিকা‌রি ফকরুল হোসেন, ঢাকা যুব ফাউন্ডেশনের ,সভাপতি,শহিদ মাহমুদ শহিদুল্লাহ, বিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক, ড. এম .হেলাল, রা‌ডো সু ব্যাবস্থাপক, মোঃ সিরাজুল ইসলাম ঢাকা রাউন্ড টে‌বিল সভাপ‌তি, এ এজাজ মাহমুদ রনি , সমন্ময়ক, মোঃ মোক্তার হোসেন, ক‌বি নজরুল প‌রিষ‌দের মোক্তা‌দির, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের নাজিমুদ্দিন আহম্মেদ নাজিমসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ঝুমুর ও সাকলাইন।

সঙ্গীত প‌রিচালনা ক‌রেন বাবুল অনুষ্ঠান টি বিকাল ৩ টা, থে‌কে সন্ধ্যা পযন্ত সংস্কৃ‌তি অন‌ুষ্ঠান প‌রি‌বেন ক‌রেন বি‌ভিন্ন শিল্পী বন্দৃ।