তামাক থেকে আয়ের টাকা ব্যয় হবে তামাকসৃষ্ট রোগ নিয়ন্ত্রণে

তামাক নিয়ন্ত্রণ ও তামাকজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অর্থ ব্যয়ের বিধান রেখে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি-২০১৭’- এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

১৬ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এমন তথ্য জনান।

তিনি বলেন, সারচার্জ থেকে প্রতিবছর প্রায় ৩০০ কোটি টাকা আদায় হয়। এ অর্থ আগেও ব্যয় হতো- তবে সুনিদিষ্ট খাত ছিল না। ১৪টি খাতে অর্থ ব্যয়ের বিধান রেখে নীতিমালা করা হলো। অর্থ ব্যয়ের খাতের মধ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ, মাদক বিরোধী প্রচার প্রচারণা, তামাক চাষিদের বিকল্প ফসলে উদ্বুদ্ধ করা উল্লেখযোগ্য।

সূত্র জানায়, ২০১৪ সাল থেকে তামাকজাত পণ্যের ওপর এক শতাংশ হারে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করে সরকার। গত তিন বছরে এ খাত থেকে সারচার্জ হিসেবে আদায় হয় প্রায় ৯০০ কোটি টাকা।

আজকের বাজার:এলকে/এলকে ১৬ অক্টোবর ২০১৭