তামিমের ঢাকা মাতাবেন মাশরাফি

চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল) প্লেয়ার ড্রাফট। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় এ ড্রাফট। দেশি প্লেয়ারদের প্রথম তিন রাউন্ডে দল না পেলেও চতুর্থ রাউন্ডে দল পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তামিম ইকবালের ঢাকা প্লাটুন দেশি প্লেয়ারদের চতুর্থ রাউন্ডে কিনে মাশরাফিকে। তামিম-মাশরাফি ছাড়াও এখন পর্যন্ত ঢাকা কিনেছে এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, থিসারা পেরেরা ও লরি ইভান্সকে।

মুশফিকুর রহীম খেলবেন খুলনা টাইগার্সের হয়ে। রাজশাহী নিয়েছে লিটন দাসকে। চট্টগ্রাম দলে নিয়েছে মাহমুদউল্লাহকে। পেস তারকা মুস্তাফিজুর রহমানকে নিয়েছে রংপুর। কুমিল্লা দলে নিয়েছে সৌম্য সরকারকে। প্রথম রাউন্ডের শেষ দল সিলেট নিয়েছে মোসাদ্দেক হোসেনকে। দ্বিতীয় রাউন্ডে সবার আগে মোহাম্মদ মিঠুনকে নিয়েছে সিলেট। কুমিল্লা নিয়েছে আল আমিন হোসেনকে। রংপুরে খেলবেন মোহাম্মদ নাঈম শেখ। চট্টগ্রাম দলে নিয়েছে ইমরুল কায়েসকে। রাজশাহীতে খেলবেন আফিফ হোসেন।

আজকের বাজার/আরিফ