তিউনিসিয়ায় নৌকাডুবিতে ৬৫ জনের মৃত্যু

Dozens drown as migrant boat capsizes off Tunisia

তিউনিসিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে গত বৃহস্পতিবার অভিবাসন প্রত্যাসীদের নিয়ে একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে ৬৫ জন প্রাণ হারিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, বৃহস্পতিবার অভিবাসী প্রত্যাশীদের নিয়ে লিবিয়ার জুয়ারা এলাকা থেকে যাত্রা শুরু করেছিলো নৌকাটি। কিন্তু যাত্রা শুরুর পরই এটি সমুদ্রে বিশাল বিশাল ঢেউয়ের মুখে পড়ে এবং ডুবে যায়। এতে ৬৫ জন প্রাণ হারায়।

পরে তিউনিসিয়ার নৌ বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে ডুবে যাওয়া নৌকার ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকারীদের তিউনিসিয়ার অভ্যন্তরে নিয়ে যাওয়ার জন্য সরকারের অনুমতির অপেক্ষা করছে নৌবাহিনী। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে কিছু প্রতিবেদনে বলা হয়েছে। কেননা নৌকায় ধারণ ক্ষমতা চেয়েও অনেক বেশি যাত্রী ছিলো। যদিও যাত্রীদের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ বলছে, তিউনিসিয়ায় ওই নৌকাডুবিতে ৭০ বা তারও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

ওই নৌকার যাত্রীরা কোনো দেশের বাসিন্দা সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে তারা সবাই আফ্রিকার সাব সাহারীয় অঞ্চলের বলে জানিয়েছে তিউনেসিয়ার নৌ বাহিনী।

চলতি বছরে এটিকে অভিবাসন সংক্রান্ত সবচেয়ে ভয়াবহ নৌডুবির ঘটনা বলে বর্ণনা করেছে ইউএনএইচসিআর। এর আগে গত চার মাসে লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে সাগরে ডুবে মারা গেছে প্রায় ১৬৪ জন অভিবাসন প্রত্যাসী।

আজকের বাজার/এমএইচ