‘তিনদিন মহাসড়কগুলোতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে’

আসন্ন ঈদকে কেন্দ্র করে তিনদিন মহাসড়কগুলোতে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৯ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অনুষ্ঠিত  বৈঠকে তিনি এ কথা জানান।

কাদের বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘ছোট ছোট গাড়িগুলো যেগুলো ব্যাটারিচালিত সেগুলো হাইওয়েতে আসবে না। দুই নম্বর হচ্ছে- ফিটনেসবিহীন গাড়ি চলবে না। তিন নম্বর হচ্ছে ভারী যানবাহন ঈদের আগে তিনদিন চলবে না। জ্বালানি, ওষুধপত্র, গার্মেন্ট এগুলো আওতামুক্ত থাকবে। উল্টো পথে গাড়ি- চালানো ব্যাপারটি কঠোরভাবে দেখতে হবে। যাতে রং সাইডে গাড়ি না চলে।’

মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর তিনটি প্রধান আন্তজেলা বাস টার্মিনালের জন্য পৃথক তিনটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব কমিটিতে সাংবাদিক প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘তিনটি মনিটরিং টিম তো হয়েছে অতিরিক্ত ভাড়ার বিষয়ে। ভাড়া বেশি নেওয়া হচ্ছে কি না বিশেষ করে ভাড়ার ব্যাপারটা এই কমিটিকে কঠোরভাবে দেখতে হবে। অতিরিক্ত ভাড়া যাতে আদায় না হয়।

সবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী, পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ওবায়দুল কাদের।

আরজেড/