তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি চেয়ারপার্সান বেগম খালেদা জিয়া। ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে তার দাখিল করা মনোনয়নপত্র রোববার, ২ ডিসেম্বর বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাজা হওয়ায় খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।

ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান রোববার সকালে ফেনী-১ আসনে খালেদা জিয়া ছাড়াও আরও তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

বিকালে বগুড়ায় ফয়েজ আহমেদ বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন। বগুড়া-৭ থেকে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।

গত ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেয়। এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয় বিশেষ আদালত। পরে ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ