তুরস্কে অভিবাসী বহনকারী নৌকা ডুবে নিহত ৮

তুরস্কের কোস্টগার্ড জানিয়েছে, সোমবার তুরস্ক উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে আটজন নিহত হয়েছেন। নৌকাটি অভিবাসীদের নিয়ে গ্রিসে যাচ্ছিল।

কোস্টগার্ড আরও জানায়, বোড্রাম উপকূলে ইজিয়ান সাগরে নৌকাডুবির ঘটনায় ৩১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এলাকাটি গ্রিসের কুস দ্বীপের কাছাকাছি।

এক বিবৃতিতে কোস্টাগার্ড জানায়, ৩২ মিটার (১০৫ ফুট) গভীরতায় নৌকাটির ধ্বংসাবশেষের ভেতর থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের দুটি নৌকা, একটি হেলিকপ্টার ও ডুবুরিদের একটি দল তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখনো একজন অভিবাসী নিখোঁজ রয়েছেন।

নৌকাটি ডুবে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ