ত্রাণ সহায়তা এখনো অব্যাহত রেখেছে সরকার

করোনাভাইরাস দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রাখছে সরকার। এ পর্যন্ত সারাদেশে এক কোটিরও বেশি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৬ মে পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৬২ হাজার ৮১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ৬৯৮ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারসংখ্যা ১ কোটি ১২ লাখ ২৫ হাজার ২২০টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮৯১ জন।

ত্রাণ হিসেবে শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে প্রায় সাড়ে ৯১ কোটি টাকা। এরমধ্যে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৭২ কোটি ৩৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৫৭ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৮৩৬ টাকা। শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৯ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৪ কোটি ৫৩ লাখ ২০ হাজার ৯৪৮ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান