থানা হিসেবে ব্যবহার হবে হিটলারের বাড়ি

অস্ট্রিয়ায় এডলফ হিটলার যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেটি থানা হিসেবে পুলিশ ব্যবহার করবে বলে ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার ভবনের যথাযথ ব্যবহার সম্পর্কে আলোচনার অবসান ঘটিয়ে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী ওলফগ্যাং পেশকর্ন বলেন, ‘পুলিশের এই ভবনটির ভবিষ্যত ব্যবহার একটি স্পষ্ট সঙ্কেত হবে যে বাড়িটি আর কখনও নাৎসিবাদের স্মৃতি বহন করবে না।’

বাড়ির মালিকানা নিয়ে বহু বছরের আইনি লড়াই শেষে এই সিদ্ধান্ত এলো।

২০১৬ সালে জাতীয় সংসদ বাড়িটি খালি করার পক্ষে মত দেয়ার পরে প্রাক্তন মালিক সরকারের সিদ্ধান্ত এবং ক্ষতিপূরণ হিসাবে তাকে যে পরিমাণ অর্থ প্রদান করা হয়েছিল তার বিরুদ্ধে লড়াই করেন। ভিয়েনার সুপ্রিম কোর্ট আগস্টে তার চূড়ান্ত আবেদন বাতিল করে দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ব্রুনাউয়ে অবস্থিত বাড়িটি জেলা পুলিশ সদর দপ্তর এবং ব্রুনাউ পুলিশ পরিদর্শক ব্যবহার করবেন। এই উদ্দেশ্যে বাড়িটি নতুন করে তৈরি করতে হবে।

আজকের বাজার /ফজলুর রহমান