দক্ষিণ আফ্রিকায় খনিতে আটকে পড়া শ্রমিকদের মৃত অবস্থায় পাওয়া গেছে

ভূমিকম্পের ফলে ভূগর্ভস্থ সোনার খনিতে আটকে পড়ে মারা গেছে ৪ খনি শ্রমিক। রোববার খনি শ্রমিকদের ইউনিয়ন এ তথ্য জানিয়েছে।

শুক্রবার অরকনি শহরে তাউ লেকোয়া খনিতে দুর্ঘটনার পরে শুক্রবার পঞ্চম খনিবাসীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ইউনিয়ন অব মাইন ওয়ার্কার্স (এএলএইচ)।

শনিবার ভোরে উদ্ধারকারী দল গভীরভাবে ভূগর্ভস্থ এই চারজনের সাথে যোগাযোগ হারিয়ে যাওয়ার পরে একটি ইউনিয়ন বিবৃতিতে বলেছিল, “চারজন মাইন শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া গেছে।”

খনিজদের সাথে জড়িত মারাত্মক দুর্ঘটনাগুলি দক্ষিণ আফ্রিকা এখন নিয়মিত ব্যপার, দক্ষিণ আফ্রিকায় বিশ্বের গভীরতম খনি গুলো রয়েছে।

খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরও দক্ষিণ আফ্রিকায় খনিতে ৮১ জন মারা গিয়েছিল।

আজকের বাজার/লুৎফর রহমান