দক্ষিণ কোরিয়ায় করোনায় আরো ৩৭৬ জন আক্রান্ত

Market workers wearing protective gear spray disinfectant at a market in the southeastern city of Daegu on February 23, 2020 as a preventive measure after the COVID-19 coronavirus outbreak. - South Korea reported two additional deaths from coronavirus and 123 more cases on February 23, with nearly two thirds of the new patients connected to a religious sect. The national toll of 556 cases is now the second-highest outside of China. (Photo by - / YONHAP / AFP) / - South Korea OUT / REPUBLIC OF KOREA OUT NO ARCHIVES RESTRICTED TO SUBSCRIPTION USE

দক্ষিণ কোরিয়ায় আরো ৩৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে। এ প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছেন, সরকার করোনা ভাইরাস রোধে সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনের বাইরে এ পর্যন্ত যে কয়টি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে তার মধ্যে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক লোক আক্রান্ত হয়েছে। ভাইরাসের করণে অনেক আয়োজন হয় বাতিল না হয় স্থগিত করা হয়েছে। এছাড়া প্রায় ৭০ টি দেশ দক্ষিণ কোরিয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইন্ডিপেনডেন্স মুভমেন্ট ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলেন, সংকট বড় আকার নেয়ায় তা মোকাবেলায় সরকার সব ধরণের ব্যবস্থা নিয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা কভিড-১৯-এর প্রাদুর্ভাব মোকাবেলা করে আমাদের সংকুচিত অর্থনীতি পুনরুদ্ধারে সক্ষম হবো।’ আক্রান্তের শতকরা ৯০ ভাগ দেশটির উৎপত্তিস্থল দায়েগু ও প্রতিবেশী উত্তর জিয়াংসাং প্রদেশে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে সেখানে মৃতের সংখ্যা মোট ১৭ জনে পৌঁছেছে। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান