দরপতনের শীর্ষে দুলামিয়া কটন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে দুলামিয়া কটন লিমিটেড। এদিন শেয়ারটির দর  ৩০ পয়সা বা ৩ দশমিক ৫৩ শতাংশ কমেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৫ বারে ২৯ হাজার ১০০টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর ১ টাকা ২০ পয়সা বা ২.৪১ শতাংশ দর কমেছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬২১ বারে ১০ লাখ ১৭ হাজার ৩০২টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৮০ পয়সা বা ৩ দশমিক ৮৫ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, এমারেল্ড অয়েল, ফার্মা এইডস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও এক্সিম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।

সুত্র: অর্থসূচক