দরপতনে চলছে লেনদেন

১৭ ডিসেম্বর,রোববার  সপ্তাহের প্রথম কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।  লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে  লেনদেন হয়েছে ১০০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার  ২১৭ পয়েন্টে।

এদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৪ কোটি  ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৪৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজকের বাজার:এসএস/১৭ডিসেম্বর ২০১৭