দরপতনে শেষ হলো লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার নিম্নমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিনশেষে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান ।পাশাপাশি কমেছে মোট লেনদেনের পরিমানও। আজ ডিএসইতে মোট লেনদেনের পরিমান ছাড়িয়েছে ৩০১ কোটি ৯৯ লাখ টাকা।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২১ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২৫১ টির, বেড়েছে ৭৪টির, আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ১১ কোটি ৮১ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮৮৪ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫২ টির,দর বাড়ে মাত্র ৬১ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৩ টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা