দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও

বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান। শুক্রবার (২৭ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত (করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা) উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও দিনমজুর পরিবারের ঘরে ঘরে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে না যেতে সরকারিভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ঘরের বাইরে না যেতে পারায় খাদ্যের সংকট দেখা দিয়েছে রিকশাচালক, দিনমজুর ও দরিদ্রদের পরিবারে। এ অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দরিদ্র প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, দুই কেজি আলু ও দুই কেজি ডাল মিলে একটি প্যাকেজ করা হয়েছে। এসব প্যাকেজ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি।

জানা গেছে, প্রথম দিন ৫০টি দরিদ্র পরিবারকে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। পর্যায়ক্রমে ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার পৌঁছে দেয়া হচ্ছে।

আজকের বাজার / এ. এ