দর বাড়ার শীর্ষে ইস্টার্ন হাউজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ নভেম্বর বৃহস্পতিবার টপটেন দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন লিমিটেড। বৃহস্পতিবার শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ।

ডিএসই’র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৫২৮ বারে ২১ লাখ ৮৩ হাজার ১৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৫ দশমিক ৪৪ শতাংশ।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি তিন হাজার ৭৭৭ বারে এক কোটি ১৯ লাখ ২০ হাজার ১৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ২২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা শমরিতা হসপিটালের ৫ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৯৯ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির এক হাজার ১২৬ বারে ৩ লাখ ২৬ হাজার ৬৭২টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তুংহাই নিটিং, ফু-ওয়াং ফুড, জাহিন স্পিনিং, সি অ্যান্ড এ টেক্সটাইল, আরডি ফুড, বেক্সিমকো ফার্মা ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে ২ নভেম্বর ২০১৭