দর বাড়ার শীর্ষে এসইএমএল গ্রোথ ফান্ড

আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতাংশের দিক থেকে দর বেড়ে যারা শীর্ষে উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে এসইএমএল গ্রোথ ফান্ড। আজ দও বাড়[ার তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের আধিক্য দেখা যায়। টপ টেন গেইনারের তালিকায় থাকা দশ টি প্রতিষ্ঠানের মধ্যে ৮ টিই মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন শীর্ষে উঠে আসা মিউচ্যুয়াল ফান্ডটির ৯ দশমিক৬২ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা দর বেড়ে লেনদেন হয় ১৭ টাকা ১০ পয়সায়। আর ৬৬০ বারে ১৯ লাখ ৭৪ হাজার ৪৪৯টি ইউনিট লেনদেন হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৩৭ লাখ ৬ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে উঠে আসে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এই দিন দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৭০ শতাংশ। এদিন ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বশেষ ১৫ টাকা দরে লেনদেন হয়। প্রতিষ্ঠানটি ৭৪২ বারে ১১ লাখ ৪৭ হাজার ২০৮টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন ফান্ডটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৯৮ শতাংশ। এদিন সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটির ১ হাজার ২৩০ বারে ১১লাখ ৬৮ হাজার ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১১ লাখ টাকা।

অন্য প্রতিষ্ঠানটিগুলো হচ্ছে- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড,পিএইচপি ফার্স্ট সিউচ্যুয়াল ফান্ড, জেএমআই মেডিক্যাল ডিভাইসেস, ন্যাশনাল পলিমার , এসইএমএল শরীয়াহ ফান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

 

আজকের বাজার/মিথিলা