দর বাড়ার শীর্ষে কেডিএস এক্সেসরিজ

সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ স্থানে আছে কেডিএস অ্যাকসেসরিস লিমিটেড। শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ ৫ টাকা ৮০ পয়সা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায, শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। আজ শেয়ারটি ২ হাজার ৪৪৯ বারে ২০ লাখ ১৮ হাজার ৭১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৩ লাখ ২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে উঠে এসেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস। আজ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ বা ৫ টাকা ২০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ১৪৭ বারে ৩ লাখ ৭৮ হাজার ৯৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৩ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। আজ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৪০৭ বারে ২৩ লাখ ৮০ হাজার ৫০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৯ লাখ ১ হাজার টাকা।

টপ গেইনারের অন্য প্গুরতিষ্লোঠানগুলো হলো: সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড, গ্লোবাল হেভি ক্যামিকেল লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

 

আজকের বাজার/মিথিলা