দর বাড়ার শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়ে যারা শীর্ষে উঠে এসেছে তাদেও মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য দেখা গেছে। আজ টপ গেইনারের প্রথমেই রয়েছে পিপলস ইন্স্যুরেন্স।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার ১০ শতাংশ বা ২ টাকা দর বেড়ে লেনদেন হয় ২২ টাকায়। আর ৪৩৪ বারে ১০ লাখ ৫৮ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে উঠে আসে বিজিআইসি লিমিটেড। এই দিন প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। প্রতিষ্ঠানটি ৩৬৬ বারে ৭ লাখ ৬১ হাজার ৭৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ টাকা।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ২০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৬০২ বারে ২৯ লাখ ৪৪ হাজার ১৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৯ লাখ টাকা।

অন্য প্রতিষ্ঠানটিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স,জনতা ইন্স্যুরেন্স,কর্নফুলি ইন্স্যুরেন্স,ভিএসএফ থ্রেড ,ঢাকা ইন্স্যুরেন্স,সেন্ট্রাল ইন্স্যুরেন্স,পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।

 

আজকের বাজার/মিথিলা