দর বাড়ার শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শতাংশের দিক থেকে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে যেসব প্রতিষ্ঠান তাদের মধ্যে শীর্ষে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্সম লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন প্রতিষ্ঠানটি ১১৯ বারে ২ লাখ ৩৪ হাজার ৬৬৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯১ লাখ ৫৮ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সালভো কেমিক্যাল। এই দিন প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৭ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭৯৫ বারে ১৮ লাখ ২০ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকা।

রানার অটো তৃতীয় স্থানে রয়েছে। এই দিন প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়ষা বা ৬ দশমিক ৭৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ৯১ বারে ১২ লাখ ১ হাজার ২২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২২ লাখ ৮৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, বিজিআইসি, আরএন স্পিনিং, বিপিএমএল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল ও সিটি ব্যাংক।

 

 

আজকের বাজার/মিথিলা