দর বৃদ্ধির শীর্ষে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

আজ বুধবার (১৮ মার্চ), এ সপ্তাহের তৃতীয় কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে জানা গেছে, ফান্ডটির শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৪০ শতাংশ। ফান্ডটি ৪০ বারে ১ লাখ ৩৯ হাজার ২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে, প্রিমিয়ার লিজিং এবং তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্স।

এদিন প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি ৩৩১ বারে ১৭ লাখ ৪৩ হাজার ৯৯৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৭ লাখ টাকা। আর তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ৭৩৪ বারে ৪৯ লাখ ৭১ হাজার ৫৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৪৩ শতাংশ, হুয়াওয়েল টেক্সটাইলের ২ দশমিক ০২ শতাংশ, মুন্নু সিরামিকের ১ দশমিক ৩৩ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের দশমিক ৮৪ শতাংশ, ইবনে সিনার দশমিক ৪৮ শতাংশ, আমরা টেকের দশমিক ৪৭ শতাংশ এবং উত্তরা ব্যাংকের শেয়ার দর বেড়েছে দশমিক ৪৪ শতাংশ।

আজকের বাজার / এ. এ