দর হারানোর শীর্ষে আলহাজ টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আলহাজ টেক্সটাইল ।দর হারানোর তালিকায় আজ ইন্স্যুরেন্স সেক্টরের প্রধান্য দেখা যাচ্ছে। টপ টেন লুজারের দশ টিই এ খাতের প্রতিষ্ঠান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের দিনের চেয়ে শেয়ার দর ৯ দশমিক ৯০ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৪২২ বারে ৪ লাখ ২৫ হাজার ৩৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ বা ৪ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫০ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৯৫৫ বারে ১৩ লাখ ১৩ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার টাকা।

নর্দান ইন্স্যুরেন্স তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪০ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭৯৫ বারে ৮ লাখ ৫৯ হাজার ৭৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ ৮১ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফারইন্ট ফাইন্যান্স, তাকাফুল ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।

 

আজকের বাজার/মিথিলা