দামেস্কে ‘শত্রুদের ক্ষেপণাস্ত্র’ ঠেকিয়ে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরাইলের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে সিরীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সেনাবাহিনীর বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা একথা জানায়।
সিরিয়ার সামরিক সূত্র জানায়,‘রোববার ভোরে, শত্রু বিমান দখলকৃত গোলান থেকে এ হামলা চালায়।’
এতে আরো বলা হয়, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দিয়েছে ও ভূপাতিত করেছে। দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আমাদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার কেসওয়া অঞ্চলের গুদাম ও সামরিক অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সেখানে সিরিয়ার মিত্র ইরানী সৈন্য এবং লেবাননের হেজবুল্লাহ যোদ্ধাদের ঘাঁটি রয়েছে।
রাজধানী থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত স্থানটিতে অতীতেও কয়েক দফা হামলা চালানো হয়।
ইসরাইল সিরিয়ায় কয়েকশ’ বিমান হামলা চালিয়েছে। এদের অধিকাংশই ইরান ও হেজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বলে জানায় তারা।
ইসরাইল জানায়, সিরিয়ায় ইরানের সৈন্যদের অবস্থান জোরদার করা থেকে বিরত রাখতে তারা বদ্ধপরিকর।