দারুসসালামে নব্য জেএমবি’র চার সদস্য গ্রেফতার

রাজধানীর দারুসসালাম থেকে নব্য জেএমবি’র ‘বিবিএম’ গ্রুপের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট।

মঙ্গলবার (১৩ জুন) রাতে দারুসসালামের বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজুল ইসলাম ওরফে সবুজ (৩২), জাহাঙ্গীর আলম ওরফে আমজাদ (২৭), আব্দুল্লাহ আল মারুফ (৩০) ও আনোয়ার হোসেন (৩৫)।

এ সময় বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান  ঘটনার  সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে দারুসসালামের বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবি সদস্যদের গ্রেফতার করা হয়।

তারা নব্য জেএমবি’র কথিত আমির আইয়ুব বাচ্চুর সহযোগী হিসেবে সাভার ও আশপাশ এলাকায় উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করত। তাদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা রুজু হয়েছে।

আজকের বাজার/এসএম