দুইমাস পর হিলি বন্দর দিয়ে এলো ১৬শ’ মেট্রিক টন পেঁয়াজ

করোনাভাইরাসের কারণে দুইমাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতের নাসিক থেকে ১৬শ’ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে দিনাজপুরের হিলি রেলস্টেশনে পৌঁছেছে মালবাহী একটি ট্রেন।

করোনা পরিস্থিতির কারণে পেঁয়াজের সংকট দেখা দেয়ায় দাম বাড়তে থাকে। এ অবস্থায় ২২ মে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য এলসি করা হয়। ভারতের নাসিক থেকে ১৬শ’ মেট্রিক টন পেঁয়াজবাহী ট্রেনটি বুধবার রাতে দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। সেখান থেকে বৃহস্পতিবার সকালে হিলি স্টেশনে এসে পৌঁছায়।

আমদানিকারক আরো জানান, ট্রেন থেকে দ্রুত পেঁয়াজ খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। খরচসহ প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে পড়েছে ২১-২২ টাকা। প্রকারভেদে ২৩-২৭ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। কিছুদিনের মধ্যেই আরেকটি চালান আসবে।