দুই বছরে মাত্র ৭৫০ ডলার আয়কর দিয়েছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার বছর ২০১৬ এবং হোয়াইট হাউসে যাওয়ার প্রথম বছর ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ইনকাম ট্যাক্স (আয়কর) বাবদ মাত্র ৭৫০ ডলার প্রদান করেছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

আধুনিক সময়ে ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি তার করের নথিগুলো জনসম্মুখে প্রকাশ করেননি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট গত ১৫ বছরের মধ্যে ১০ বছরই কোনো আয়কর দেননি।

নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প এবং তার সংস্থাগুলোর দুই দশকেরও বেশি সময়ের করের রেকর্ড তারা পেয়েছে যেখানে ‘দীর্ঘস্থায়ী লোকসান এবং ট্যাক্স এড়ানোর বছরগুলোর’ তথ্য রয়েছে।

তবে প্রতিবেদনটিকে ট্রাম্প ‘ফেক নিউজ (ভুয়া সংবাদ)’ আখ্যায়িত করে উড়িয়ে দিয়েছেন বলে অপর এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

রবিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আসলে আমি কর দিয়েছি। আমার কর রিটার্নের সাথে সাথেই আপনারা সেটি পাবেন। এটি দীর্ঘদিন ধরে নিরীক্ষণের অধীনে রয়েছে।’

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এবং এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সাথে ট্রাম্পের প্রথম বিতর্কের ঠিক কয়েক দিন আগেই এ প্রতিবেদনটি প্রকাশিত হলো।