দুনিয়া কাপানো ফোন নিয়ে বাজারে আসছে স্যামসাং

8K তে ভিডিও রেকর্ডিং করা যাবে স্যামসাং এর গ্যালাক্সি এস১১ ফোনে যা স্মার্টফোন দুনিয়ায় প্রথম। এই ফোনের ক্যামেরা উন্নত করেছে এক্সডিএ ডেবলোপারস। ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এস১১ ফোনে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাজারে আসবে এস১১।

‘8K’ তে ভিডিও রেকর্ডিং’র সময় অ্যাসপেক্ট রেশিও হবে ২০:৯। অধিকাংশ স্মার্টফোন ‘4K’ রেকর্ডিং এর ফিচার দিয়ে থাকে। ‘8K’ তে ভিডিও অর্থাৎ প্রায় ৩৩,১৭৭,৬০০ পিক্সেলে ক্যাপচার করবে ফোনের ক্যামেরা। যার জন্য প্রয়োজন ১০৮ মেগাপিক্সেল।

গ্যালাক্সি এস১১ এ থাকবে না ওয়াটারফল স্ক্রিন ডিজাইন। বেজেল প্রায় থাকবে না বলে জানিয়েছে কোম্পানি। স্ক্রিন হবে কার্ভড। উল্লেখ্য, একটা নয় এই সিরিজে তিনটি ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এস১১, এস১১ প্ল্যাস এবং এস১১ই। প্রতিটি ফোনের ডিসপ্লে সাইজ হতে পারে, ৬.৭, ৬.৯ ও ৬.৪ ইঞ্চি। অবশ্যই ফাইভজি থাকবে এই ফোনে।

আজকের বাজার/লুৎফর রহমান