দেড় মাস পর ৫’শ কোটি ছাড়ালো লেনদেন

একটানা সুচকের উত্থানে লেনদেন হয়ে প্রায় দেড় মাস পর ৫’শ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইতে। ডিএসইতে মোট লেনদেন ছাড়িয়েছে ৫৩৫কোটি ৯৫ লাখ টাকা। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দিনের শুরু থেকেই দেশের উভয় পুঁজিবাজারেরই উর্ধমূখী প্রবনতায় লেনদেন চলেছে। গতদিনেও সূচকের উত্থান বজায় ছিল দুই পুঁজিবাজারে। সূচকের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়ে লেনদেন হচ্ছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৩৯৪ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯২ টির, কমেছে ৩৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১৫ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২৮ কোটি ৩০ লাখ ৯৯ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫১০ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২৫৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ২১৭ টির, দর কমে ৩২ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১০ টির দর।

 

আজকের বাজার/মিথিলা