দেশেই উৎপাদিত হচ্ছে বিশ্বমানের ডাই-মোল্ড

অগ্রগামী উৎপাদন শিল্পের এক অবিচ্ছেদ্য অংশ ডাই অ্যান্ড মোল্ড।

আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের ডাই-মোল্ড।

আর এ গৌরবের খাতায় নাম লিখিয়েছে দেশীয় প্রযুক্তি শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন।

ফলে বছরে সাশ্রয় হচ্ছে শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা।

অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে অন্যান্য শিল্প প্রতিষ্ঠানেও ডাই-মোল্ড সরবরাহে সক্ষম ওয়ালটন।

পাশাপাশি রপ্তানির মাধ্যমে কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব।

এক সময় আমদানি করা মোল্ড ও ডাইয়ের উপরই শতভাগ নির্ভরশীল ছিল বাংলাদেশের শিল্পকারখানা।

একটি শিল্পের বেসিক মেশিনারিজ হিসেবে বিবেচনা করা হয় ডাই-মোল্ড।

শিল্পে ব্যবহৃত শিট মেটাল বেন্ডিং এবং কাটিং এ ব্যবহৃত হয় ডাই।

বিভিন্ন প্লাস্টিক আইটেম ও মেটালিক যন্ত্রাংশ উৎপাদনের ছাঁচ হিসেবে প্রয়োজন মোল্ড।

আজকের বাজার : এমএম / ২৪ অক্টোবর ২০১৭