দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চার্টার্ড সেক্রেটারি পেশার দক্ষতা বাড়াতে হবে

দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চার্টার্ড সেক্রেটারি পেশার দক্ষতা বাড়াতে হবে।

আইসিএসবি ৭ম কনভোকেশনে সমার্তন বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এসব কথা বলেন।

শনিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়ার্টার গার্ডেনে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন,চার্টার্ড সেক্রেটারিগন দেশের কোম্পানীগুলোতে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।

প্রতিযোগিতামুলক বিশ্বে সফলতার সাথে টিকে জন্য প্রয়োজনীয় দক্ষতা দিয়ে শিক্ষার্থীদের সমৃদ্ব করতে হবে। তিনি নবীন চার্টার্ড সেক্রেটারিদের দেশে এবং বিদেশে পেশাদার ক্ষেত্রে ইন্সটিটিউটের ও দেশের প্রতিনিধি হিসেবে কাজ করার আহবান জানান।

এবছর ৯৯ জন চার্টার্ড সেক্রেটারি গ্রাজুয়েশন লাভ করেন। আইসিএসবির সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য ইতরাত হোসেন এফসিএস কনভেনশন প্রোফাইল অবমুক্ত করেন। অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন আইসিএসবির ট্রেজারার নাজমুল করিম এফসিএস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস।