দেশ ছাড়ল হ্যারি-মেগান

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মের্কেল সিনিয়র রয়েল পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন।এরইমধ্যে হ্যারি ও মেগান কানাডায় চলে গেছেন বলে জানা গেছে।

গত বুধবার, ৮ জানুয়ারি এক বিবৃতিতে তাঁরা জানান, আর্থিকভাবে স্বনির্ভর হতে সিনিয়র রয়েল পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রানী এলিজাবেথ।

প্রিন্স হ্যারি এবং মেগানের এই সিদ্ধান্তে কার্যত হতভম্ব ব্রিটিশ রাজপরিবার। এমনকি রাজ পরিবারের অন্যান্য সদস্যরাও হতাশ হয়েছেন এই ঘোষণায়। রানী ও বাবা প্রিন্স চার্লসের সঙ্গে কোন পরামর্শ না করেই হ্যারি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

এমনকি জীবনের বাকিটা সময় তাঁরা যুক্তরাজ্য ও উত্তর আমেরিকায় কাটানোর পরিকল্পনা করছেন।

ব্রিটিশ রাজবধূ মেগান মের্কেলের সঙ্গে রাজ পরিবারের দ্বন্দ্বের গুঞ্জন শোনা যচ্ছিলো আগে থেকেই।

ডিউক অব সাসেক্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগানের জ্যেষ্ঠ সদস্যের পদ ছেড়ে দেয়ার ঘোষণা এবার সেই গুঞ্জন সত্যি প্রমাণ করলো।

গতকাল শুক্রবার(১০জানুয়ারি) বিষয়টি নিয়ে বাকিংহাম প্যালেসে জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ঠিক কি ফলাফল এসেছে তা বিস্তারিত জানা যায়নি।

এদিকে ডাচেস অব সাসেক্স পদ ছেড়ে দেয়ার ঘোষণার পর কানাডায় চলে গেছেন মেগান মের্কেল। পরে প্রিন্স হ্যারিও কানাডায় চলে যান বলে জানা গেছে।

আজকের বাজার/এমএইচ